ইংল্যান্ডে ড্রাইভিং টেস্ট স্লট মিলছে না? সমস্যার কারণ ও সমাধান
আজকাল ইংল্যান্ডে প্র্যাকটিকাল ড্রাইভিং টেস্ট বুক করা যেন সোনার হরিণ খোঁজার মতো কঠিন হয়ে গেছে। আগে যেখানে মানুষ সহজেই অনলাইনে স্লট বুক করতে পারত, এখন দিনের পর দিন চেষ্টা করেও কেউ স্লট পাচ্ছে না। এর পিছনে রয়েছে এক প্রতারক চক্র, যারা আগে থেকেই সিস্টেমে ঢুকে সব স্লট বুক করে নেয়, তারপর অতিরিক্ত মূল্যে তা বিক্রি করে সাধারণ মানুষের কাছে।
🤔 সমস্যাটা আসলে কী?
BBC একটি ইনভেস্টিগেশন রিপোর্টে দেখিয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বট সফটওয়্যার ব্যবহার করে DVSA’র টেস্ট বুকিং সিস্টেম থেকে স্লট দখল করে নিচ্ছে এবং সেগুলো £300 পর্যন্ত দামে বিক্রি করছে। তাদের ওয়েবসাইটে ট্র্যাক করে দেখা গিয়েছে তারা bot দিয়ে ২৪/৭ ওয়েবসাইট স্ক্যান করছে এবং ক্যানসেল স্লট দখল করছে!
তবুও কিছু উপায় আছে — যারা চেষ্টা করেছেন, তারা সফলও হয়েছেন! আপনিও চাইলে কিছু স্মার্ট কৌশল ব্যবহার করে স্লট পেতে পারেন, একদম বৈধ উপায়ে।
✅ যে কোনো একটি ফ্রি ডেট আগে বুক করুন। শুরুতেই যেটাই পান — হোক সেটা ৫, ৭ বা ৯ মাস পরে — সেটাই বুক করুন।বুক করার পর DVSA থেকে ইমেইলে একটি লিঙ্ক পাবেন Change your driving test date নামে। এই লিঙ্ক থেকে নিয়মিত চেক করার মাধ্যমে ক্যান্সেল হওয়া টেস্ট গুলা পেতে পারেন এবং সাথে সাথেই সেটা বুক করে আগাতে পারেন।
✅ Change Test Date লিঙ্ক প্রতিদিন কয়েকবার চেক করুন
• যারা আগে বুক করেছিল, তারা যখন ক্যানসেল করে, তখন সেসব স্লট ওয়েবসাইটে সঙ্গে সঙ্গেই চলে আসে।
• প্রতিদিন সকাল (৭–৮টা), দুপুর (১২টার আশেপাশে), আর রাত (৮টার পর) এই তিন সময়ে চেক করুন।
• রিফ্রেশ করে করে ধরুন — ধৈর্য ধরে করলে হয়ত ২–৩ সপ্তাহেই পেয়ে যাবেন।
💡 টিপস:
স্লট ক্যানসেল হয় বেশি:
• সোমবার ও শুক্রবারে
• মাসের শুরু বা শেষের দিকে
• Public holiday এর আগে বা পরে
✅ পেইড অ্যাপ ব্যবহার করুন (যদি দ্রুত টেস্ট দরকার হয়)
নিচের অ্যাপগুলো আপনার বুক করা লিঙ্কের সাথে যুক্ত হয়ে অটো রিফ্রেশ করে এবং নতুন স্লট এলেই আপনাকে নোটিফাই করে:
📱 জনপ্রিয় অ্যাপ:
• Testi
• Driving Test Cancellations 4 All
• Driving Test Now
💷 মূল্য: সাধারণত £10–£20 সাবস্ক্রিপশন ফি নেয়।
🎯 এই অ্যাপগুলোর মাধ্যমে অনেকে কয়েক দিনের মধ্যেই স্লট পেয়ে যান।
✅ বড় শহরের বদলে আশেপাশের সেন্টার ট্রাই করুন
যে শহরগুলোতে বেশি চাপ:
• London
• Birmingham
• Manchester
পরিবর্তে নিচের জায়গাগুলোতে চেক করুন:
• Cambridge
• Reading
• Luton
• Milton Keynes
• Newcastle
• Ipswich
🗺️ শহরের একটু বাইরে গেলে সময় ও মানসিক চাপ — দুটোই কমবে।
✅ আরও কিছু বাস্তবিক টিপস:
• যেদিন রিফ্রেশ করছেন, ব্রাউজারে লগ ইন করে থাকুন — যেন স্লট পেলে সঙ্গে সঙ্গেই বুক করতে পারেন।
• ফোন বা ট্যাবের পরিবর্তে ল্যাপটপ দিয়ে চেষ্টা করুন — রেসপন্স টাইম ভালো থাকে।
এই কয়েকটি কৌশল মেনে চললে, এজেন্সিকে অযথা টাকা না দিয়ে আপনি হয়তো এক মাসের মধ্যেই টেস্টের স্লট নিশ্চিত করতে পারবেন — যেমনটা অনেকেই ইতিমধ্যেই পেরেছেন।
আপনার এলাকায় বা পরিচিত কারো মাধ্যমে যদি এমন কোনো টেস্ট সেন্টারের খোঁজ থাকে যেখানে তুলনামূলক সহজে স্লট মেলে, তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দিন।যাতে বাকিরা উপকৃত হয়।
©Jaed Ahmed - 29.05.25
#UKDrivingTest
Thank you...
#J&T az
📘 নতুন কিছু শিখতে চাইলে নিয়মিত চোখ রাখুন এই ব্লগে!
ভালো লাগলে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন 👇
🔵 Facebook‑এ শেয়ার করুন 🟢 WhatsApp‑এ পাঠান
🙏 Thank you for reading.
📘 Stay with J&T az for more easy English learning tips!
📚 নতুন কিছু শিখতে ভালোবাসেন? তাহলে J&T az–এর সাথেই থাকুন।
😊 Stay curious, keep learning, and keep sharing!
No comments