মাত্র ৬টি Sentence Structure দিয়েই শিখুন Be Verb-এর ব্যবহার
মাত্র ৬টি Sentence Structure দিয়েই শিখুন Be Verb-এর ব্যবহার
(Introduction)
English spoken শেখার জন্য সবচেয়ে ঘন ঘন ব্যবহৃত ইংরেজি Grammar part, তার মধ্যে শীর্ষে বলা হয় Be Verb। "am, is, are, was, were, will be" যাদের রূপগুলো বুঝতে পারা যায় যথাযথ ক্রিয়া বাক্য গঠনে ব্যবহার করা যায়।
এই পোস্টে আপনি প্রত্যেক Tense-এর (Present, Past, Future) উপর ৬টি করে মোট ১৮টি Spoken English Sentence শিখবেন বাংলা অনুবাদসহ।
Present Tense – Be Verb (am/is/are)
Examples: You are at the office
- You are at the office - তুমি অফিসে আছো।
- You aren't at the office - তুমি অফিসে নেই।
- Are you at the office? - তুমি কি অফিসে আছো?
- Aren't you at the office? - তুমি কি অফিসে নেই?
- Why are you at the office? - তুমি কেন অফিসে আছো?
- Why aren't you at the office? - তুমি কেন অফিসে নেই?
Examples: You are at the concert
- You are at the concert - তুমি কনসার্টে আছো।
- You aren't at the concert - তুমি কনসার্টে নেই।
- Are you at the concert? - তুমি কি কনসার্টে আছো?
- Aren't you at the concert? - তুমি কি কনসার্টে নেই?
- Why are you at the concert? - তুমি কেন কনসার্টে আছো?
- Why aren't you at the concert? - তুমি কেন কনসার্টে নেই?
Examples: You are at the meeting
- You are at the meeting - তুমি মিটিংয়ে আছো।
- You aren't at the meeting - তুমি মিটিংয়ে নেই।
- Are you at the meeting? - তুমি কি মিটিংয়ে আছো?
- Aren't you at the meeting? - তুমি কি মিটিংয়ে নেই?
- Why are you at the meeting? - তুমি কেন মিটিংয়ে আছো?
- Why aren't you at the meeting? - তুমি কেন মিটিংয়ে নেই?
Examples: You are here
- You are here - তুমি এখানে আছো।
- You aren't here - তুমি এখানে নেই।
- Are you here? - তুমি কি এখানে আছো?
- Aren't you here? - তুমি কি এখানে নেই?
- Why are you here? - তুমি কেন এখানে আছো?
- Why aren't you here? - তুমি কেন এখানে নেই?
Examples: You are outside
- You are outside - তুমি বাইরে আছো।
- You aren't outside - তুমি বাইরে নেই।
- Are you outside? - তুমি কি বাইরে আছো?
- Aren't you outside? - তুমি কি বাইরে নেই?
- Why are you outside? - তুমি কেন বাইরে আছো?
- Why aren't you outside? - তুমি কেন বাইরে নেই?
Past Tense – Be Verb (was/were)
Examples: You were at the office
- You were at the office - তুমি অফিসে ছিলে।
- You weren't at the office - তুমি অফিসে ছিলে না।
- Were you at the office? - তুমি কি অফিসে ছিলে?
- Weren't you at the office? - তুমি কি অফিসে ছিলে না?
- Why were you at the office? - তুমি কেন অফিসে ছিলে?
- Why weren't you at the office? - তুমি কেন অফিসে ছিলে না?
Future Tense – Be Verb (will be)
Examples: You will be at the office
- You will be at the office - তুমি অফিসে থাকবে।
- You won't be at the office - তুমি অফিসে থাকবে না।
- Will you be at the office? - তুমি কি অফিসে থাকবে?
- Won't you be at the office? - তুমি কি অফিসে থাকবে না?
- Why will you be at the office? - তুমি কেন অফিসে থাকবে?
- Why won't you be at the office? - তুমি কেন অফিসে থাকবে না?
উপসংহার (Conclusion)
Be Verb-এর ব্যবহার বুঝতে পারা মানেই সঠিক বাক্য গঠনের বড় একটা ধাপ পার হওয়া। প্রতিদিন শুধু এই বাক্যগুলো অনুশীলন করলেই আপনি Present, Past এবং Future Tense-এ কথাবলার ক্ষমতা অর্জন করতে পারবেন।
No comments